বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে ইউপি নির্বাচন: বহিরাগত সন্ত্রাসী রোধে ইসিতে আবেদন

  • প্রতিনিধি, চাঁদপুর   
  • ১২ মার্চ, ২০২৩ ২২:২৬

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে সমর্থকদের ওপর হামলা ও বহিরাগত সন্ত্রাসী অনুপ্রবেশের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান। ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে তিনি নির্বাচনী এলাকার ৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে সমর্থকদের ওপর হামলা ও বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশের অভিযোগ করেছেন অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান। ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে তিনি নির্বাচনী এলাকার ৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন।

রোববার কাজী মিজানের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বরাবর এক আবেদনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলা ও প্রভাব খাটিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

এ বিষয়ে রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। প্রয়োজনে ওই নির্বাচনী এলাকায় ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সব ধরনের কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে শনিবার সংঘটিত ওই নির্বাচনী এলাকায় হামলার ঘটনা তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অটোরিকশা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান এই হামলার জন্য মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার সমর্থিত শাহীন খালাসী, আল আমিন ও কাজী শরীফসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি জানান, হামলার তিনটি ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর