একাদশ সংসদ নির্বাচনের সময় ইটিআই’র ডিজি থাকাকালে কমিশনের এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। পরে তাকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা ফারুককে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তিনি ১৯৯৬ সালের জুন মাসে নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন।
একাদশ সংসদ নির্বাচনের সময় ইটিআই’র ডিজি থাকাকালে কমিশনের এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। পরে তাকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়।