রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে তারা ভিসিকে উদ্ধার করেন।
উদ্ধারের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে তার বাসভবনে প্রবেশে বাধা দেন।
এ সময় ভিসির বাসার সামনের গেটে শিক্ষার্থীরা অবস্থান নেন। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদেরকে সরিয়ে ভিসিকে তার বাসভবনে প্রবেশ করান।
উপাচার্য বাসভবনে প্রবেশের পর শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করতে থাকেন। তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।