ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আশীষ বণিক নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অসুস্থ হাজতিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ রিয়াজ বলেন, ‘আজ (শনিবার) বিকেলের দিকে আশীষ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারাগারে তার নম্বর ৪৯৮২৫/২৩।
‘রিয়াজ কোন মামলায় হাজতি ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারব না। কারাগার থেকে সরাসরি নথিপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।’