বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিয়েবাড়ির ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে র‍্যালি

  • প্রতিনিধি, চাঁদপুর   
  • ১১ মার্চ, ২০২৩ ১৮:০১

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি বিয়ে বাড়িতে উপহারের অর্থ সংগ্রহে একটি টেবিল বসানো হয়। এতে আমন্ত্রিত অতিথিরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বাধ্য হয়ে উপহার সামগ্রী বা অর্থ প্রদান করেন। যা অনেক সময় তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এসব উপহার নিয়ে আবার বিভিন্ন মন্তব্য করেন অনেকে।

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রী নেয়ার নামে হোটেল ব্যবসা বন্ধের দাবিতে চাঁদপুরে র‍্যালি ও সমাবেশ করেছে চির সবুজ সোসাইটি অফ বাংলাদেশ নামে চাঁদপুরের একটি সামাজিক সংগঠন।

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে শনিবার দুপুরে এ কর্মসূচিগুলো আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি বিয়েবাড়িতে উপহারের অর্থ সংগ্রহে একটি টেবিল বসানো হয়। এতে আমন্ত্রিত অতিথিরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বাধ্য হয়ে উপহার সামগ্রী বা অর্থ দেন। যা অনেক সময় তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এসব উপহার নিয়ে অনেকে আবার বিভিন্ন মন্তব্য করেন।

তাই অতিথিদের দেয়া উপহার সামগ্রী প্রকাশ্যে টেবিল বসিয়ে নয়, গোপনে নেয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও জামাই বাজার, আড়াইয়া বাজারের নামে সামাজিক বিভিন্ন অপসংস্কৃতি বন্ধেরও দাবি জানান তারা।

এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. বশির পারভেজ, সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর