চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আশপাশে পানির তেমন একটা ব্যবস্থা না থাকায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে।
উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কন্টেইনার ডিপুর সামনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও সাতটি ইউনিট সেখানে যোগ দেয়। ঘটনাস্থলের আশেপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেখানে আগুন লেগেছে তার আশেপাশে পানির তেমন কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে একটু সমস্যা হচ্ছে। আশেপাশের সব জলাশয় থেকে পানি নেয়ায় শুকিয়ে গেছে। তবু আমরা আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পানি নিয়ে কাজ করছি।
‘এখন সীতাকুণ্ড থেকে তিনটি, কুমিরা থেকে তিনটি এবং আগ্রাবাদ থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এটি তুলার গুদাম হওয়ায় সহজে আগুন ছড়িয়ে গেছে।’
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না জানাতে পারেনি ফায়ার সার্ভিস।