নাটোরের গুরুদাসপুরে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে তার কিশোর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
শুক্রবার উপজেলার চলননালি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ১৩ বছর বয়সী শাওন ইসলাম গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, চলনালি গ্রামের মুন্নাফ হোসেনের জমি লিজ নিয়ে সেখানে পেয়ারা বাগান গড়ে তোলেন কৃষক কাবিল। এ বছর বাগানে পেয়ারার ফলন বিপর্যয়ের কারণে ঠিকমত পাওনা টাকা পরিশোধ করতে পারেনি ওই কৃষক।
তিনি জানান, শুক্রবার শাওন বাগানে পেয়ারা পাড়তে গেলে মুন্নাফ তাকে জোর করে তুলে নিয়ে যান। পরে মুন্নাফ ওই কিশোরকে একটি ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালান।
খবর পেয়ে নির্যাতনের শিকার শাওনের পরিবারের সদস্যরা মুন্নাফের বাড়িতে গিয়ে ছেলেকে ছেড়ে দিতে বললে মুন্নাফ পাওনা টাকা পরিশোধ করতে বলেন। এরপর তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ওই কিশোরের স্বজনরা।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই কিশোরের বাবা থানায় একটি অভিযোগ করেন। ঘটনার পর থেকে মুন্নাফ পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।