প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন।
নগরের রেজিস্টারি মাঠে শুক্রবার সকালে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওইদিনই কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
শীর্ষ এই তিন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির ৮ নেতা। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।
এদিকে, সম্মেলনকে ঘিরে দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থনে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর। সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। ওইদিন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন।
২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আজমল বখত সাদেক।
এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্যসচিব করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। প্রায় দেড় বছর পর এই আহ্বায়ক কমিটি আগামী ৪ মার্চ সম্মেলনের আয়োজন করছে।
বিএনপি নেতারা জানান, আগের সম্মেলনের ধারাবাহিকতায় এবার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে।
সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘বিএনপি সব সময়ই গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী তাই দায়িত্ব পেয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি উপহার দিয়েছি। আমরা কখনোই কমিটি চাপিয়ে দিইনি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকালে , চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।
সম্মেলনে ভোটদানের জন্য সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে মোট ১ হাজার ৯১৭ জনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।