মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মালেক হাওলাদার নামে এক কৃষকের প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে তার প্রতিপক্ষ।
ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার রাতের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, এতে করে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই পরিবারের বরাতে পুলিশ জানায়, উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের কৃষক আবদুল মালেক হাওলাদার তার পৈত্রিক ৩২ শতাংশ জমিতে পৌর এলাকার উত্তর জোনারন্দি গ্রামের বড় দীঘিরপাড়ে একটি গাছের বাগান করেন। সেখানে তিনি মেহগনি ও কাঠালসহ প্রায় তিন শতাধিক গাছ রোপণ করেন, তবে এ গাছ বড় হলে হঠাৎ করে ওই বাগানের জমি জোরপূর্বক লোকজন নিয়ে একাধিকবার দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন দক্ষিণ কানাইপুর গ্রামের বাদল ফকির।
এ কারণে আবদুল মালেক হাওলাদারের পরিবার মাদারীপুর কোর্টে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও রবিউল ফকির মিলে আবদুল মালেকের ওই জমির কাঁঠাল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে ফেলে। পরে আবদুল মালেকের মেয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী আবদুল মালেকের মেয়ে ছালমা বেগম বলেন, ‘বিনা অপরাধে আমাদের জমির গাছগুলো কেটে ফেলেছে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও রবিউল ফকির। আমরা তাদের বিচার চাই।’
তবে অভিযুক্ত বাদল ফকিরের দাবি, ওই জমি তার।
এ বিষয়ে কালকিনি থানার ওসি শামীম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।