রামপুরার উলন রোডের পলাশবাগে বৃহস্পতিবার রাতে ৩০১ নম্বর হোল্ডিংয়ে ৫ তলাবিশিষ্ট ভবনটির ছাদে চিলেকোঠার পাশের একটি কক্ষে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর রামপুরায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
রামপুরার উলন রোডের পলাশবাগে বৃহস্পতিবার রাতে ৩০১ নম্বর হোল্ডিংয়ে ৫ তলাবিশিষ্ট ভবনটির ছাদে চিলেকোঠার পাশের একটি কক্ষে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় মারা যাওয়া আব্দুল হাই জামালী বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।
তিনি জানান, আব্দুল হাইয়ের বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। বাবার নাম মো. আব্দুল হালিম সরদার।