রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন মিয়া(২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।
বৃহস্পতিবার রাত ৮ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন।
তিনি নিউজবাংলাকে বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন মিয়া আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত ইয়াসিন মিয়ার মা ঝর্না বেগম জানান, তার ছেলে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি স্যানেটারি দোকানের কর্মচারী হিসেবে কাজ করত।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।