জামালপুরের মাদারগঞ্জে ছাগল চুরির অভিযোগে সাত কিশোরকে ন্যাড়া করে দেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার বালিঝুড়ি ইউনিয়নের সুখনগরীর টেপুর মোড় এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছে, চুরির অপরাধে সুনির্দিষ্ট আইনে ওই কিশোরদের বিচার না করে এমন কাণ্ড ঘটিয়ে স্থানীয়রা চরম মানবাধিকার লঙ্ঘন করেছে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য লাজু মিয়া নিউজ বাংলাকে জানান, সুখ নগরী গ্রামের হেনা বেগমের দুটি ছাগল মাইক্রোবাসে তুলে পালাচ্ছিল ওই সাত কিশোর। পরে তাদের মাথা ন্যাড়া করে কান ধরিয়ে বসিয়ে রাখে স্থানীয়রা।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, মধ্যযুগীয় কায়দায় সাত কিশোরকে মাথা ন্যাড়া করার ঘটনা খুবই দুঃখজনক । এটা চরম মানবাধিকার লঙ্ঘন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জনাচ্ছি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-১ ফোন পেয়ে ওই কিশোরদের উদ্ধার করি। তাদের মাইক্রোবাসটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। সাত কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।