বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলিস্তানের ভবন থেকে যেভাবে উদ্ধার স্বপনের মরদেহ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ মার্চ, ২০২৩ ১৪:০৭

মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক নিউজবাংলাকে বলেন, ‘কনক্রিটের নিচে চাপা পড়ে ছিলেন তিনি (স্বপন)। বেলা পৌনে ১২টায় তার মরদেহ শনাক্ত করা হয়। এর পরে বেলা সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। কনক্রিট অনেক ভারী ছিল। তাই সরাতে সময় লেগেছে। নিচে পানি জমে গেছিল, তাই সেটা সেচ করতে হয়েছে।’

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে মঙ্গলবার বিকেলে ‘ক্যাফে কুইন টাওয়ার’ নামের ভবনে বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার বেজমেন্টের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে মেহেদি হাসান স্বপন নামের এক দোকান ম্যানেজারকে।

ফায়ার সার্ভিস জানায়, বেজমেন্টে জমি থাকা পানি ও স্বপনের ওপর পড়ে থাকা ৫ ফুটের বেশি কংক্রিট সরিয়ে তাকে উদ্ধার করা হয়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের একটি দোকানের ম্যানেজার স্বপনের মরদেহ উদ্ধার করা হয় দুপুর সোয়া ১২টার দিকে। বিস্ফোরণের পর থেকে তাকে খুঁজছিলেন স্বজনরা।

স্বপনকে উদ্ধারের মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকৃত মরদেহের সংখ্যা হলো ২০। বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ২২ জনে।

মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক নিউজবাংলাকে বলেন, ‘কনক্রিটের নিচে চাপা পড়ে ছিলেন তিনি। বেলা পৌনে ১২টায় তার মরদেহ শনাক্ত করা হয়। এর পরে বেলা সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। কনক্রিট অনেক ভারী ছিল। তাই সরাতে সময় লেগেছে। নিচে পানি জমে গেছিল, তাই সেটা সেচ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘সকালে আমরা এসে প্রথমে স্বপনের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছি। কথা বলে জানতে চেয়েছি তিনি কোথায় বসতেন। তারা আমাদের বেজমেন্টে লোকেশন দিলেন এবং বললেন তিনি ক্যশকাউন্টারে বসেন।

‘এরপরে শুরু হয় বেজমেন্টে স্বপনের বসবার জায়গাকে ঘিরে উদ্ধার অভিযান। এরপরে দুই থেকে তিনটি টিম ভাগ ভাগ করে ভেতরে গিয়েছি। এর পরে কনক্রিট কেটে, ভেঙে সরাতে সরাতে মরদেহের পিঠ শনাক্ত করি।

‘পরে সাড়ে পাঁচ ফুট কনক্রিট ভেঙে তাকে উদ্ধার করা হয়। তিনি উপুড় হয়ে পড়ে ছিলেন গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির পাশে। স্বজনের জামাকাপড় সব ছিঁড়ে গিয়েছিল।’

আনোয়ারুল হক বলেন, ‘আমরা আজ দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে উদ্ধার অভিযান করেছি। বিস্ফোরণের কারণে সিঁড়ি বেঁকে গেছে। সেই সিঁড়ির শেষ অংশে তাকে পাওয়া গেছে। তার বসবার স্থান থেকে ১০ থেকে ১৫ ফিট দক্ষিণ-পশ্চিম কোনায় পড়ে ছিলেন।’

এ বিভাগের আরো খবর