যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিডেটের (এসএফসিএল) উৎপাদন। গ্যাস টারবাইনে গোলযোগের কারণে এ কারখানায় গত ৮ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়।
দুই মাস ধরে বন্ধ থাকার কারণে এ সার কারখানায় প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার লোকসান গুণতে হচ্ছে।
শাহজালাল সারকারখানার প্রকৌশল শাখার এক কর্মকর্তা জানান, ৮ জানুয়ারি গ্যাস টারবাইনের সফটওয়ার বিকল হয়ে পড়ে। এতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
ওই কর্মকর্তা জানান, কারখানার নিজস্ব প্রকৌশলীরা এটি মেরামতের চেষ্টা করেও পারেন নি। এ ছাড়া ভেন্ডরের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রপাতি আনাতে হয়েছে। এ কারণে প্রায় দুই মাস সময় লেগে গেছে। তবে বৃহস্পতিবার যন্ত্রপাতি এসে কারখানায় পৌঁছেছে।
প্রতিদিন ১৭৬০ টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এ কারখানা বন্ধ হওয়ার আগে প্রতিদিন গড়ে ১৫০০ টন করে ইউরিয়া উৎপাদন হয়। এ ছাড়া উপজাত হিসেবে উৎপাদন হয় তরল এমেনানিয়া।
শাহজালাল সারকারখানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াবুল হোসেন বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এখানে উৎপাদন বন্ধ রয়েছে। বিদেশ থেকে যন্ত্রপাতি আসার পর বৃহস্পতিবার থেকে মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি ৫/৬ দিনের মধ্যে ফের উৎপাদন শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা জানান, জরাজীর্ণ হয়ে পড়া প্রাকৃতিক গ্যাস সার কারখানার (এনজিএলএফ) পাশে ২০১২ সালে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এসএফসিএল এর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সাল থেকে এ কারখানায় উৎপাদন শুরু হয়। তবে নানা গোলযোগে বিভিন্ন সময়ই উৎপাদন বন্ধ থাকে নতুন প্রতিষ্ঠিত এ কারখানায়। বারবার উৎপাদন বন্ধ হওয়ার কারণে লক্ষ্যমাত্রা পুরণ করা সম্ভব হচ্ছে না।