রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত ‘ক্যাফে কুইন টাওয়ার’ নামের ভবনে আর কোনো মরদেহ নেই বলে বৃহস্পতিবার জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীর ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান দুপুরে বলেন, ‘ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধ্বংসাবশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ সদস্য সেগুলো জীবনের ঝুঁকি নিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।’
এর আগে ভবনটির বেজমেন্টে থেকে ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের দোকানের ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ভবন থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক বলেন, ‘গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিল। আজ বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।’
নিখোঁজ স্বপনের মরদেহ কেউ শনাক্ত করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন স্বপনের ওজন ছিল ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারী ছিল। আপনারা দেখেছেন দুটি বডি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।’
উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইল তিনি বলেন, ‘এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।’
তদন্ত কমিটির কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও রাজউকের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’