বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ মার্চ, ২০২৩ ১১:৪৫

ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপপ‌রিচালক দিনম‌নি শর্মা নিউজবাংলাকে বলেন, ‘সকাল আটটা থেকে আমাদের তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভবনটা অ‌ত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সতর্কতার সা‌থে আমরা উদ্ধারকাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি, যা‌তে আমা‌দের কর্মী‌দের কোনো বিপ‌দে পড়তে না হয়।’

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপপ‌রিচালক দিনম‌নি শর্মা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে নিউজবাংলাকে জানান তিনি।

দিনমনি শর্মা বলেন, ‘সকাল আটটা থেকে আমাদের তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভবনটা অ‌ত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সতর্কতার সা‌থে আমরা উদ্ধারকাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি, যা‌তে আমা‌দের কর্মীদের কোনো বিপ‌দে পড়তে না হয়।’

তিনি ব‌লেন, ‘এই ভব‌নে নি‌খোঁজের স্বজন‌দের যতক্ষণ পর্যন্ত দা‌বি থাক‌বে তা‌দের স্বজনরা ভেত‌রে আট‌কে আছে, ততক্ষণ পর্যন্ত আমা‌দের অভিযান চলমান থাক‌বে।’

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

গুলিস্তানে মঙ্গলবার বিকেলের বিস্ফোরণে বুধবার পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিভাগের আরো খবর