বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন উৎপাদন-বিক্রিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিনিধি, নওগাঁ   
  • ৯ মার্চ, ২০২৩ ০৯:৩৮

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সকালে স্কোয়াড কমান্ডার মো. মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পত্নীতলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে নজিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন ও বিক্রি করত।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই তৈরি এবং বিক্রি করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার বিকেল ৪টার দিকে এসব তথ্য জানানো হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নজিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- ফাতিহা ফুড প্রোডাক্ট, ধানসিঁড়ি মিষ্টান্ন ভাণ্ডার, নিউ মমতাজ মিষ্টান্ন ভাণ্ডার, মমতাজ মিষ্টান্ন ভাণ্ডার, ওল্ড মমতাজ মিষ্টান্ন ভাণ্ডার।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সকালে স্কোয়াড কমান্ডার মো. মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পত্নীতলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে নজিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন এবং বিক্রি করার অপরাধে ফাতিহা ফুড প্রোডাক্টের মালিক এমএস দোলনকে ১২ হাজার, ধানসিঁড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আলমগীরকে ১০ হাজার, নিউ মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রফিকুলকে ১০ হাজার, মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জলকে ১০ হাজার এবং ওল্ড মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সিদ্দিকুরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন ও বিক্রি করত বলে জনসম্মুখে স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানে ১০ হাজার ৫২০ কেজি ভেজাল ঝোলা গুড়, ২ হাজার ৩০০ কেজি কেমিকাল রংয়ের সেমাই, ৭ হাজার ১৫০ লিটার মিষ্টির ময়লা শিরা, ২ হাজার ৯৫০ লিটার দুর্গন্ধযুক্ত ছানা, ৪ হাজার ৫০ কেজি নষ্ট মিষ্টি, এক কেজি কেমিক্যাল রং এবং ৪ হাজার ২৫০ লিটার ব্যবহৃত পাম ওয়েল ধ্বংস করা হয়।

এ বিভাগের আরো খবর