মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়ায় শুরু হয়েছে সাত দিনব্যাপী চাঁন মাস্তানের মেলা। এ মেলায় প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।
বুধবার বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, শতাধিক ত্রিপল ও পলিথিনের তাঁবুতে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা। সেখানে বসেও মাদক সেবনের রয়েছে ব্যবস্থা। ঘরের ভেতর গোল হয়ে জলসা বসিয়ে একজনের পর আরেকজন ফুঁক দিচ্ছেন গাঁজার কলকিতে। এসব তাঁবুতে বেশি ভিড় করছেন উঠতি বয়সের তরুণরা।
এমন দৃশ্য ধরা পড়ে একাধিক টিভি চ্যানেলের ক্যামেরায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মেলায় এ বছর মাদকের অনেক দোকান বসেছে। পাগল সাধুদের পাশাপাশি অনেক মাদক কারবারিও মাদকের দোকান খুলে বসেছে। এখানে এলাকার স্কুল- কলেজের শিক্ষার্থীরাও মাদক সেবন করছে।
চাঁন মাস্তানের মাজার দরবার শরিফের মোতোয়াল্লি কাজী আরিফুল হক বলেন, ‘মাদক, জুয়া ও কোনো ধরনের অসামাজিক কাজ আমাদের মেলা বাউন্ডারির ভেতরে হয় না। আর আমরা তা হতেও দেব না। বাউন্ডারির বাইরে যদি হয়ে থাকে সেখানে আমাদের দায়িত্ব নেই।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। সেখানে অভিযান চালানো হবে।