রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ৭ মার্চ বিকেলে বিস্ফোরণের ঘটনায় মুসা হায়দার (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাত পৌনে ১১টার দিকে মুসার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, মুসার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিদ্দিক বাজারে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মুসা নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার নয়াপাড়া গ্রামে।
গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের একটি ভবনে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাত তলা, আরেকটি পাঁচ তলা।
সাত তলা ভবন কুইন টাওয়ারের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।