ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, রাজউক, ফায়ার সার্ভিস ও সিটিটিসি ঘটনার তদন্ত করছে। তারা নাশকতা বা বিস্ফোরক কোনো কিছু পেলে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে থানা পুলিশ তদন্ত করবে।
রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।
বুধবার রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, ভবনে বিস্ফোরণের ঘটনার দিনই বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর বুধবার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একইসঙ্গে তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিটিটিসি ঘটনার তদন্ত করছে। তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে থানা পুলিশ ঘটনার তদন্ত করবে।