রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দিনমনি শর্মা।
বুধবার রাত ৯টা ৪০ মিনিটে নিউজবাংলাকে তিনি এ তথ্য জানান।
দিনমনি শর্মা বলেন, ‘আজকের মতো আন অফিসিয়ালি উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।’
উদ্ধার অভিযান স্থগিত থাকলেও ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানান তিনি।
ভবনের বেজমেন্টে ধ্বংসস্তূপের নিচে মেহেদি হাসান স্বপন নামে একজন আটকা পড়ে আছেন বলে দাবি করেছেন তার স্বজনরা।
তবে ফায়ার সার্ভিস বলছে, বেজমেন্টের যে অংশটায় স্বপন আছেন বলে ধারণা করা হচ্ছে তা ‘প্যানকেক’ অবস্থায় আছে। সেখান থেকে তাকে এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘‘একাধিক ছাদ ভেঙে এক জায়গায় পড়ে থাকলে এটাকে আমরা ‘প্যানকেক’ বলি। নিখোঁজ স্বপন বেজমেন্টের যে অংশে থাকতে পারেন বলে স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সেই জায়গাটায় একাধিক ছাদের স্লাব ভেঙে পড়ে আছে; যেটা প্যানকেকের মতো।’’
বাহিনীটির দায়িত্বশীলরা বলছেন, ভারি যন্ত্রপাতি ব্যবহারের আগে ভবনকে স্ট্যাবল করার জন্য আরো কিছু কাজ করতে হবে, সে কাজগুলো হয়ে গেলে ভারি স্লাবগুলো সরানো সম্ভব হবে।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা।
এর মধ্যে সাততলা ভবন কুইন টাওয়ারের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিস্ফোরণের ঘটনায় বুধবার রাত পর্যন্ত ২০ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।