পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ১৪৪ ধারা না মানার অভিযাগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।
লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়ির আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।
পিটিআইয়ের নির্বাচনী র্যালি উপলক্ষে এদিন ওই এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে পাঞ্জাব কর্তৃপক্ষ। এর মধ্যেই ওই কর্মীরা ঘোরাঘুরি করছিলেন।
পিটিআইয়ের নেতা হামাদ আজহার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের নিষেধাজ্ঞা কীভাবে দেয়া হয়?
সম্প্রতি সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলায় গ্রেপ্তার এড়াতে ইমরান খান দেয়াল টপকে বাড়ি থেকে পালিয়েছেন বলে দাবি করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
গত রোববার ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরে অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ। পরে জামান পার্কের বাসায় ইমরানকে পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ বলেন, ইমরানকে গ্রেপ্তার করতে যারা গিয়েছিলেন, তাদেরকে অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। শুনেছি যে, তিনি নাকি দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে পালিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যে তিনি এসে বিশাল ভাষণ দিয়েছেন।
তোশাখানা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে উপস্থিত না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদের দায়রা আদালতের বিচারক সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের স্থানীয় আদালতে যে আবেদন করেছিলেন ইমরান, সোমবার তাও নাকচ করে দিয়েছেন আদালত।