গাজীপুরের কোনাবাড়ীতে মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। বুধবার দুপুর ১২টায় কলেজ গেট এলাকার কামাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ছেলেকে আটক করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জোৎস্না বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী। ঘাতক ছেলে শাখাওয়াত হোসেন মাসুদ।
নিহতের মেয়ে জামাতা বজলুর রহমান বলেন, ‘আমার শ্যালক মাসুদ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল (মঙ্গলবার) চিকিৎসার জন্য শাশুড়ি তাকে আমার বাসায় নিয়ে আসে। আজ (বুধবার) দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় পায়চারি করছিলেন।
‘মাসুদ তখন রুমে ছিল। পরে সে তার মাকে রুমে ডেকে নিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। পরে বাসার লোকজন বার বার তাকে রুমের দরজা খুলতে বললেও সে কোনো কথার উত্তর দেয় না। একপর্যায়ে দরজা ভেঙে দেখা যায় সে বঁটি দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পাশেই বসে আছে।’
ওসি আশরাফ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।