চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, গত মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটে ৪৩৯টি। এতে ৪৮৭ জন নিহত ও ৭১২ জন আহত হয়।
এতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে প্রাণ হারানো লোকজনের মধ্যে ৫৪ নারী ও ৬৮ শিশু রয়েছে। ওই মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের ৪০.২৪ শতাংশ বাইক আরোহী ছিলেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৬৮ শতাংশ। ওই মাসে দুর্ঘটনায় ১০৮ পথচারী নিহত হয়, যা মোট নিহতের ২২.১৭ শতাংশ। এর বাইরে যানবাহনের চালক ও সহকারী নিহত হন ৭২ জন, যা মোট প্রাণহানির ১৪.৭৮ শতাংশ।
সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। এ বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ বিভাগে। সে বিভাগে ২২টি দুর্ঘটনায় ২২ জন নিহত হন।
একক জেলা হিসেবে ঢাকায় সর্বোচ্চ ৩৩টি দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানি হয়েছে।
ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি, গণপরিবহন খাতে চাঁদাবাজির মতো সমস্যার কারণে সড়ক দু্র্ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।