বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবির অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়তে হবে ৭ দিনের মধ্যে

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    
  • ৮ মার্চ, ২০২৩ ১০:৩০

প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমরা আবাসিক সংকট সমাধানের জন্য কাজ করছি। সেই লক্ষ্যে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এটা চ্যালেঞ্জিং কাজ। তবে সব শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করলে আমাদের জন্য সহজ হবে। আসলে নতুন নতুন হল হওয়ার পরেও যদি আসন সংকট থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করা শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ অফিস আদেশে এ তথ্য জানান।

অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, যেসব ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছেন তাদেরকে আগামী সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমরা আবাসিক সংকট সমাধানের জন্য কাজ করছি। সেই লক্ষ্যে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এটা চ্যালেঞ্জিং কাজ। তবে সব শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করলে আমাদের জন্য সহজ হবে। আসলে নতুন নতুন হল হওয়ার পরেও যদি আসন সংকট থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আসন সংকট সমাধানের লক্ষ্যে এরমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিনটি কমিটি গঠন করা হয়েছে। যারা আসন সংকট সমাধানের জন্য কাজ করবেন। এরমধ্যে একটি কমিটি কেন্দ্রীয়ভাবে কাজ করার জন্য, আরেকটি ছেলেদের আবাসিক হলগুলোর আসন সংকট সমাধানে এবং অন্যটি মেয়েদের হলের সংকট সমাধানে কাজ করবে।’

গত রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি উচ্ছেদ করে সব বৈধ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শর্ত সাপেক্ষে অবরোধ তুলে নেয় তারা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ অফিস আদেশ জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিভাগের আরো খবর