বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানসিঁড়ি নদীতে প্রাণ গেল দুই ভাইয়ের  

  • প্রতিনিধি, ঝালকাঠি    
  • ৮ মার্চ, ২০২৩ ০৯:৫২

ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ভাইয়ের মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে মঙ্গলবার দুপুরে ধানসিঁড়ি নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

১২ বছরের মো. আমানুল্লাহ এবং ১০ বছরের মো. আব্দুল্লাহ চর ভাটারাকান্দা গ্রামের মো. সুমন হোসেনের দুই ছেলে। আমানুল্লাহ ও আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া মাদ্রাসায় প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করত।

স্থানীয়রা জানান, দীর্ঘক্ষণ ওদের খুঁজে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে পরিবারের লোকজন ছেলে দুটিকে খোজাঁখুজি করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধানসিঁড়ি নদীতে আমানুল্লাহ ও আব্দুল্লাহর মরদেহ ভেসে ওঠায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানকার চিকিৎসক দুই ভাইকে মৃত বলে জানান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই ভাইয়ের মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর