বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারছি না: ফায়ার সার্ভিসের ডিজি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ মার্চ, ২০২৩ ২১:৫৬

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ভবনটির বেজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা অনেকটুকু ধসে গিয়েছে, কলামগুলোও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এখন ঢুকতে পারছি না। আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং সেনাবাহিনীর মতামত নিয়েছি। তারা জানিয়েছে যে, এই অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ।

গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার এর ভেতর ঢুকে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ভবনটির বেজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা অনেকটুকু ধসে গিয়েছে, কলামগুলোও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এখন ঢুকতে পারছি না। আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং সেনাবাহিনীর মতামত নিয়েছি। তারা জানিয়েছে যে, এই অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ হয়। আমাদের হেড কোয়ার্টার ও ইউনিটগুলো কাছে এই কারণে সাত মিনিটের মধ্যে আমরা এখানে আসি। সেনাবাহিনীর কাছ থেকে আমরা সাপোর্ট নিচ্ছি। এটাকে স্থিতিশীল করে আমরা আবার উদ্ধার অভিযান করব। ওপরে আমরা অভিযান পরিচালনা করছি। নিচের কাজটি সেনাবাহিনীর সহায়তায় করা হবে।

বিস্ফোরণের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখানের মালিক সমিতির সঙ্গে কথা বলেছিলাম। ওনারা বলেছিলেন যে, নিচে কোনো গ্যাসের লাইন ছিল না। তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল। এই কারণে আমরা এখনও বিস্ফোরণের কারণ বলতে পারছি না। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসেছে। পুলিশেরও বিশেষজ্ঞ দল এসেছে। পুলিশ এবং সেনাবাহিনী মিলে এটা সিদ্ধান্তে আসব। অন্য কোন কিছু আছে কি না সেটা আমরা এখন তদন্ত করব। তদন্ত করে আপনাদের জানাব। একটু সময় লাগবে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভেতরে মানুষ আটকা থাকতে পারে ভেতরে। যখন বিস্ফোরণ হয় তখন মার্কেট চালু ছিল। মার্কেটে কর্মচারী ও ক্রেতারাও ছিল। এই কারণে আমরা বলতে পারছি না ভেতরে কত জন আছেন। আমরা আমাদের উদ্ধার অভিযান চালাব। কিন্তু তার আগে এটাকে একটু স্থিতিশীল করতে হবে।

এ বিভাগের আরো খবর