বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবস্থা পাল্টে গেলে দেশ উল্টো পথে যাত্রা করবে: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৭ মার্চ, ২০২৩ ২১:১৪

নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আত্মসংযমী হতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আগামী নির্বাচনের প্রস্তুতিতে যে ঘাটতিগুলো আমরা লক্ষ্য করছি তা পূরণে দুই মাসের চেয়ে বেশি সময় আমাদের হাতে নেই।’

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ আর দুই থেকে আড়াই মাস সময় পাবে। দেশ এখন স্থির অবস্থায় আছে। আজকের এই স্থির অবস্থা কোনো কারণে পাল্টে গেলে দেশ আবার উল্টো পথে যাত্রা করবে।’

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি নামক দলটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়া পদে পদে এখানকার রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করছে, রক্তাক্ত করতে দূষিত করছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আত্মসংযমী হতে হবে, আত্মসমালোচনা করতে হবে। যে ঘাটতিগুলো আমরা লক্ষ্য করছি তা পূরণ করার জন্য আমাদের সামনে দুই মাসের চেয়ে বেশি সময় নেই।

‘সময় গড়িয়ে যায়। আমাদের শত্রুরা কিন্তু বসে নেই। তারা জেনে গেছে ইলেকশন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে তাদের পরাজয় অবশ্যম্ভাবী।’

বঙ্গবন্ধু ঐতিহাসিক সেই ভাষণের দূরদর্শিতার কথা বলতে গিয়ে কাদের বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিতে হবে আজই- আমাদের তরুণ তুর্কিদের অনেকটা এমন বেপরোয়া মনোভাব ছিল। তাদের কথায় বঙ্গবন্ধু যদি ভুল করতেন তাহলে সেদিন ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড আক্রান্ত হতো। জনতা গিয়ে আক্রমণ করতো। রেজাল্ট কী হতো? কত হাজার লোকের মৃত্যু হতো?

‘বঙ্গবন্ধু তাই যা বলার কৌশলে বলেছেন। এমন কিছু বলেননি যা জনতাকে উস্কে দেয়। তিনি যা বলেছেন মন থেকে বলেছেন, চেতনা থেকে বলেছেন। তিনি দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক, দার্শনিক, চিন্তানায়ক, রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছিলেন।’

আওয়ামী লীগ সমমনা দলগুলোকে নিয়ে জোটবদ্ধভাবেই এগিয়ে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিবোধী সাম্প্রদায়িক-জঙ্গিবাদী অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নেই।

‘ঘরে-বাইরে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। স্বাধীনতার পক্ষের শক্তির ভয় পাওয়ার কারণ নেই। আওয়ামী লীগ একা চলে না, একা চলবে না। কেউ অহেতুক সংশয়ের পরিবেশ সৃষ্টি করবেন না।’

বিএনপির শাসনামলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এটি বিশ্বের সর্বকালের সেরা ভাষণগুলোর একটি। ইউনেস্কো যে ভাষণকে স্বীকৃতি দিয়েছে সেই ভাষণকে তারা নিষিদ্ধ করেছিলো।’

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান প্রমুখ।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, ‍যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

এ বিভাগের আরো খবর