বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে সিদ্দিকবাজার

  •    
  • ৭ মার্চ, ২০২৩ ২০:০৫

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিস্ফোরণের আঘাতে ১৮০/১ হোল্ডিংয়ের ভবনটির কয়েকটি ফ্লোর ধসে পড়েছে। ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে ধসে পড়া ফ্লোরগুলোতে আটকেপড়াদের উদ্ধার করছে। উঁচু মই দিয়ে ভবনের উপরের দিকে আটকেপড়াদেরও উদ্ধারের চেষ্টা চলছে।’

সার্বক্ষণিক ব্যস্ত এলাকা গুলিস্তানের সিদ্দিক বাজার। মঙ্গলবার বিকেলের চিত্রও এ ব্যতিক্রম ছিল না। নর্থ-সাউথ রোডের ফুটপাত ধরে ভিড় করে মানুষ চলাচল করছিল। সড়ক দিয়ে চলছিল পাবলিক সার্ভিসের বাস, প্রাইভেট কার, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এর মাঝেই বিকেল সাড়ে ৪টার দিকে ১৮০/১ নম্বর ভবনে ঘটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। কেঁপে উঠে পুরো এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।

বিস্ফোরণে ৫ তলা ভবনটির বেজমেন্ট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা ধসে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় পাশের ৭ তলা ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের এই ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৫টি অ্যাম্বুলেন্স উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিস্ফোরণের আঘাতে ১৮০/১ হোল্ডিংয়ের ভবনটির কয়েকটি ফ্লোর ধসে পড়েছে। আমাদের ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে ধসে পড়া ফ্লোরগুলো থেকে আটকে পড়াদের উদ্ধার করছে। উঁচু মই দিয়ে ভবনের উপরের দিকে আটকেপড়াদেরও উদ্ধারের চেষ্টা চলছে।’

সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের আঘাতে ১৮০/১ নম্বর হোল্ডিংয়ের ভবনের উপরে তিনটি ফ্লোর ভেঙে বেজমেন্ট ধসে পড়েছে।

৭ তলা ভবনটি বেজমেন্ট থেকে উপরের তিন ফ্লোরে কয়েকটি বিম দাঁড়িয়ে আছে। এসব বিমেরও এর প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে ছাদ। বিস্ফোরণের ধাক্কায় কাচের দরোজা-জানালা ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আছে পাশের রাস্তাজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় চন্দ্রা থেকে সদরঘাটগামী সাভার পরিবহন নামে একটি বাস সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়েছেন। তাদের সরাসরি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ভবনের নিচতলায় বাংলাদেশ স্যানিটারি নামে একটি স্যানিটারি সামগ্রীর একটি দোকান ছিল। সেটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

প্রতিষ্ঠানটি মালিক আব্দুল মোতালেব মিন্টু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘আমার লোকজন ভেতরে আটকে আছে। কিভাবে হয়েছে জানি না। আমি বাইরে ছিলাম।’

বিস্ফোরণ হওয়া ভবনটির পাশে ব্র্যাক ব্যাংক ফুলবাড়িয়া শাখার অফিস। পাঁচতলা ভবনটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায়ও ব্যাংকটির অফিস কার্যক্রম চলে।

বিস্ফোরণের সময় ব্যাংকে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কামাল মিয়া। তিনি নিউজবাংলাকে বলেন, ‘বিকেল ৫টার আগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণে আমাদের অফিসের সামনের কাচ ভেঙে গেছে। ভেতরে কর্মকর্তা-কর্মচারী ও কাস্টমার যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা নিরাপদে বের হয়ে এসেছি। বাইরে এসে বিস্ফোরণস্থলে কোনো আগুন দেখিনি। শুধু ধোঁয়ায় ঢাকা ছিল চারদিক।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্র্যাকের কমিউনিকেশন বিভাগের প্রধান ইকরাম কবির বলেন, ‘১৮০ সিদ্দিকবাজার ভবনটির ২, ৩, ৪ ও ৫ নম্বর ফ্লোর নিয়ে আমাদের অফিস। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধাক্কায় আমাদের দু’জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর