বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চান্দু স্টেডিয়ামে এখন হাট-জুয়া-মেলা বসবে: হিরো আলম

  • প্রতিনিধি, বগুড়া   
  • ৭ মার্চ, ২০২৩ ১৭:৫১

বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তন করে মাঠটি বহালসহ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, আমি নির্বাচিত হলে প্রতিবছর শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যাবস্থা করবো।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি অকার্যকর করে জুয়া, মেলা ও গরুর–ছাগলের হাট বসানোর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

স্টেডিয়ামটি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) মালামাল ও জনবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন।

হিরো আলম বলেন, যখন এই স্টেডিয়াম পড়ে থাকবে তখন এক শ্রেণির লোক এখানকার মাঠে জুয়ার বোর্ড বসাবে। মেলা করার চেষ্টা করবে, কোরবানি এলে গরুর হাট বসাবে৷ স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার বোর্ড বসানোর জন্য?

সিন্ডিকেট চায় স্টেডিয়াম পড়ে থাকুক। তখন ওরা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে। স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তাদের সরিয়ে নিয়ে যাওয়া বগুড়াবাসীর জন্য লজ্জার।

আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ১৫ বছরে বগুড়ার জন্য কি কোনো উন্নয়ন হয়েছে? বগুড়াকে এই সময়ের মধ্যে কী দেয়া হয়েছে?

মাস খানেক আগেই উপ-নির্বাচনে বগুড়া সদর থেকে ৫০ বছর পর নৌকা মার্কার রাগেবুল আহসান রিপু ভাই নির্বাচিত হয়েছেন। আমিও ভোট করেছি তার বিরুদ্ধে। রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষ তাদেরকে রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট দিয়েছে৷ আপনি দায়িত্বে থাকা অবাস্থায় কিভাবে স্টেডিয়াম থেকে সবকিছু বিসিবি প্রত্যাহার করল?

বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তন করে মাঠটি বহালসহ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, আমি নির্বাচিত হলে প্রতিবছর শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যাবস্থা করবো।

গত ২ মার্চ বিসিবি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে লোকবলসহ মালামাল প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই মানববন্ধন, গণস্বাক্ষর ও আমরন অনশন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে বগুড়াবাসী।

এ বিভাগের আরো খবর