লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় চায়ের দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার ভোররাতে শহরের আলীয়া মাদ্রাসার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মফিজ উল্যাহ সদর উপজেলার রাজিবপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার আলীয়া মাদ্রাসার সামনে সামছুল ইসলাম মিলনের চায়ের দোকানে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের ছড়িয়ে পড়ে তার বসতবাড়িসহ আশেপাশে। এ সময় সামছুল ইসলাম মিলনের চায়ের দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে মফিজ উল্যাহ নামে এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মফিজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।