গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দুইটি তুলার গুদাম।
টঙ্গী পশ্চিম থানাধীন বটতলা এলাকায় সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে দুইটি তুলার গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক শাহাদাৎ হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু গুদামে বিপুল পরিমাণ তুলা মজুদ ছিল তাই আগুন পুরোপুরি নির্বাপন হতে কিছুটা সময় লাগবে। তবে আগুন ছড়িয়ে পড়ার কিংবা বাড়ার সম্ভাবনা নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।