বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় ট্রাক দুটিতে থাকা চালকের দুই হেলপার নিহত হয়েছেন।
ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে সোমবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিশবোঝাই ট্রাকের হেলপার ২১ বছর বয়সী মো. ইমন হাসান। তবে অপরজনের নাম, পরিচয় জানা যায়নি।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক ও তার হেলপার। সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই হেলপারের মৃত্যু। এ সময় মাছবোঝাই ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী মো. সোহাগকে আহত অবস্থায় উদ্ধার ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের দুই হেলপারের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।