বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংঘর্ষের পর বন্ধ ঢাকা কলেজ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ মার্চ, ২০২৩ ২০:৩০

দুই কলেজের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোববার সন্ধ্যায় আগামী তিনদিনের জন্য ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। তবে কলেজ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে দোলযাত্রা ও শবে-ই-বরাত উপলক্ষ্যে ৭ ও ৮ তারিখ কলেজের ক্লাস স্থগিত রাখার কথা বলা হয়েছে। সোমবার কেন ক্লাস স্থগিত করা হয়েছে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে গত কয়েকদিনে দফায় দফায় সংঘর্ষ হওয়ার পর তিন দিনের জন্য ক্লাস স্থগিত করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

রোববার ঢাকা কলেজর অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ক্লাস স্থগিত থাকার ঘোষণা দেয়া হয়।

আধিপত্য ছড়ানোর জেরে গত কয়েকদিনের ন্যায় রোববার দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুই কলেজের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোববার সন্ধ্যায় আগামী তিনদিনের জন্য ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। তবে কলেজ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে দোলযাত্রা ও শবে-ই-বরাত উপলক্ষ্যে ৭ ও ৮ তারিখ কলেজের ক্লাস স্থগিত রাখার কথা বলা হয়েছে। সোমবার কেন ক্লাস স্থগিত করা হয়েছে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ক্লাস স্থগিতে কারণ হিসেবে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, আজকে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে দুটি কলেজের শিক্ষার্থীদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই উত্তেজনা প্রশমনের জন্য আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বন্ধ ঘোষণা করেছি।

তিনি বলেন, ঢাকা কলেজের সঙ্গে আইডিয়াল এবং সিটি কলেজের দ্বন্দ্ব আজকের না। অনেক আগের। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসবেন। উনাদের সঙ্গে কথা বলবো। ঊর্ধ্বতন কতৃপক্ষের আমি উনাদের বলেছি, এটা এভাবে চলতে দেওয়া যায় না। এই তিন কলেজ নিয়ে বসা প্রয়োজন। না হলে এটি মিনিমাইজ হবে না।

অভিমানের সুরে অধ্যাপক ইউসুফ বলেন, মারামারি যখন লাগে তখন আমাদের শিক্ষককরা ছাত্রদের ফিরিয়ে আনতে মাঠে যায়। আর আহত হয়। কিন্তু উনাদের শিক্ষকরা কখনো তাদের ছাত্রদের ফিরিয়ে আনতে মাঠে নামে না।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম।

তিনি বলেন, কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা জানার চেষ্টা করছি, তবে গত কয়েক দিন ধরেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ঝামেলা চলছিল। আজকেও তারা আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের এক ছাত্রকে একা পেয়ে হামলা করেন আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে মিছিল নিয়ে যান। ওই সময় আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ‘আমাদের পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। সঠিক সংখ্যা এখনও বলতে পারছি না। বাড়তেও পারে।

পূর্ববিরোধের জেরে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায়।

এ বিভাগের আরো খবর