চট্টগ্রামে সীতাকুণ্ডে বিস্ফোরণ ঘটা সেই সীমা অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন ছাড়াও অনুমোদনহীন কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডার পেয়েছে তদন্ত কমিটি।
রোববার বিকেলে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
তিনি বলেন, ‘প্ল্যান্টে অক্সিজেনের পাশাপাশি কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডারও দেখেছি আমরা। যদিও সেসবের অনুমোদন তাদের ছিল না। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত কাজ শেষ করতে পারব।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘সামগ্রিকভাবে পুরো বিষয়টি স্টাডি করার জন্য যা যা উপদান সংগ্রহ করা দরকার তা আমরা করছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, এই অক্সিজেন প্ল্যান্টের গ্যাস সেপারেশন কলাম থেকেই এই বিস্ফোরণের সূত্রাপাত হতে পারে। তবে এটি নিয়ে অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে, যেটি নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।’
অক্সিজেন প্ল্যান্টে অনুমোদনহীন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডারের বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন বলেন, ‘এগুলোর অনুমোদন ছিল। আমরা নাইট্রোজেন উৎপাদন করি না ৷ বাতাস থেকে পরিশোধন করে কেবল অক্সিজেনটা নিই, নাইট্রোজেন আর কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছেড়ে দিই।’