বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভবনে বিস্ফোরণ: সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর দল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ মার্চ, ২০২৩ ১৬:২১

সেনাবাহিনীর কেমিক্যাল রেসপন্স টিমটি বেলা তিনটার পর ঘটনাস্থলে পৌঁছায়। কাজ শেষ করে দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

রাজধানীর সায়েন্স এলাকায় রোববার সকালে বিস্ফোরণ হওয়া ভবনে গেছে সেনাবাহিনীর একটি দল।

সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ারিং কোম্পানির দলটি বেলা তিনটার পর ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ার কোম্পানি কমাডিং অফিসার মেজর মো. কায়সার বারী।

ওই ভবনে সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ১৪ জন। এর বাইরে পপুলার হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।

তিন তলা ভবনটিতে চারটি কারণে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ; বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিন তলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল।

‘যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারও প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন করেছি।’

এ বিভাগের আরো খবর