নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর শাহ জালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া ইসলাম নিঝুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার একটি সাত তলা ভবন থেকে পড়ে গিয়ে রোববার দুপুর একটার দিকে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহতের স্বজনরা।
নিহত ৩০ বছর বয়সী সাদিয়া ইসলাম নিঝু বালুর মাঠ এলাকায় ওই ভবনে তার মা ঝর্ণা হায়দার সঙ্গে থাকতেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা নুরুর জামান জানান, হাসপাতালে আনার আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের মা ঝর্ণা হায়দার জানান, শরীর ক্লান্ত লাগায় সাত তলার ছাদে হাঁটা চলা করার সময় হঠাৎ পড়ে যায় সাদিয়া।
নিহতের স্বামী নারায়নগঞ্জ সিটি করপোরেশন তিন ওয়ার্ডের কাউন্সিল ও প্যানের মেয়র শাহজালাল বাদল বলেন, ‘শাশুড়ীর ফোনে জানতে পারি সাদিয়া ছাদ থেকে পড়ে গেছে । পরে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি সাদিয়ার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী ওর মায়ের বাসায় থাকতো তার কারণ হলো আমাদের ছেলে শহরের একটি স্কুলে পড়ে। আর তার পার্লারের জন্য। আমাদের কোনো দ্বন্দ্ব বা কলহ ছিল না।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি ৷ পুলিশের আরেকটি টিম নিহতের মরদেহ উদ্ধার করেছে। ভবনের লোকজনের মুখে শুনেছি সাত তলার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে।