২০২১ সালে রাজধানীর মগবাজারে ঘটা বিস্ফোরণের মতোই সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে রোববার। দুই ঘটনায় মিল খুঁজে পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
দুপুরে সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাটি ২০২১ সালে ঘটে যাওয়া মগবাজারের বিস্ফোরণের মতো গ্যাস থেকে সৃষ্ট।
‘ভবনটিতে কোনো না কোনোভাবে গ্যাস জমে ছিল। জমে থাকা গ্যাসের গণমাত্রা যদি ৫-১১ মাত্রার হয়, এইটা যদি ট্রিগার হয় তাহলে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এই ট্রিগার সুইচের মাধ্যমে, ফ্যানের সুইচ ও এসির সুইচের মাধ্যমেও হতে পারে। এটা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণ হতে পারে। আর এতো বড় বিস্ফোরণ গ্যাস থেকে সৃষ্টি হয়ে থাকে।’
রহমত উল্লাহ বলেন, আমাদের নগরবাসীকে সচেতন থাকতে হবে, বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে যেন কক্ষ থেকে গ্যাস বিতাড়িত করা হয়।
বিস্ফোরণের ঘটনাটি একটি বাণিজ্যিক ভবনে ঘটেছে, তাহলে ভবনটিতে কীভাবে গ্যাস জমে ছিল- এমন প্রশ্নে তিনি বলেন, এখানে যে কোনোভাবে গ্যাস জমা হয়ে থাকতে পারে। সেটা সুয়ারেজ লাইনের মাধ্যমেও হতে পারে।
২০২১ সালের ২৭ জুন মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভেঙে যায় বেশ কয়েকটি ভবনের জানালার কাচ।