মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী ও বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন।
উপজেলার বাউশিয়া এলাকায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের ৬০ বছর বয়সী দুলাল মিয়া ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে ১০ বছর বয়সী মোহাম্মদ হোসাইন। খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মুনলিম পাড়া গ্রামের ৪২ বছর বয়সী জহিরুল ইসলাম।
এ ঘটনায় আহত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামে যাচ্ছিলেন মাইক্রোবাস চালক গিয়াস উদ্দিন। এ সময় চালকসহ মাইক্রোবাসটিতে মোট ছয় জন যাত্রী ছিলেন। শনিবার রাত সাড়ে তিনটার দিকে তাদের মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন বাউশিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ভভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এ সময় মাইক্রোবাসটি উল্টে গিয়ে পাশের ঢাকাগামী লেনে গিয়ে পড়ে। এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের অন্য চার যাত্রী এবং বাসচালকসহ পাঁচজন আহত হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসচালক জহিরুলের মৃত্যু হয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ এবং দুর্ঘটনার শিকার মাইক্রোবাস ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।