রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রোববার সকালে একটি ভবনে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
ইকরাম আলী জানান, বিস্ফোরণের ঘটনায় ধানমন্ডির পপুলার হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তিন তলা ভবনে বিস্ফোরণ ও ধসের ঘটনায় আহত হয়ে ৯ জন ভর্তি হয়েছেন ঢামেকে। তারা হলেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫), কামাল (৪০), অজ্ঞাত এক পুরুষ (৪০) এবং অজ্ঞাতনামা এক যুবক (২৫)। তাদের সবাইকে অবজেকটিভ স্ট্রাকচারড ক্লিনিক্যাল এক্সামিনেশনে (ওসেক) রাখা হয়েছে।
তিনি আরও জানান, আহত পাঁচজন চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারা হলেন আকবর আলী (৫২), মো. আশরাফুজ্জামান (৩৬), আশা আক্তার (২৫), জহুর আলী (৫২) ও হাফিজুর রহমান (৪৫)।
ফায়ার সার্ভিস রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায়। ১০টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলে শনিবার বিকেলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ছয়জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার এক দিনেরও কম সময়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজধানীতে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিউজবাংলাকে জানান, ভবনে এসি অথবা সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এর ফলে ভবন আংশিক ধসে পড়ে। আগুন নির্বাপণ শেষে বিস্তারিত জানানো যাবে।
তিনি আরও বলেন, পলাশী, ধানমন্ডি টহল ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের পর নির্বাপণে কাজ করছে।