রাজধানীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের গুলবাগে রেলগেটে আহত ওই ব্যক্তিতে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ৬৫ বছর বয়সী ব্যক্তির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদের বাড়ি নোয়াখালী চাটখিলে। থাকতেন উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকায়।
শাহাবুদ্দিনকে হাসপাতালে নেয়া তার ভাগিনা নাফিস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আশেপাশে লোকদের সঙ্গে কথা বলে জানতে পারি মামা গুলবাগ রেলগেটের সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তিকে ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।