রাজধানীর বাড্ডায় চিংড়ি মাছে জেলি ও জাটকা বিক্রির অপরাধে সাতটি মাছের আড়তকে ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১১টা ২০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক নোমান আহমদ জানান, অভিযান পরিচালনা করে শ্যামনগর, সাতক্ষীরার সোহান ফিস আড়তের মালিক মিজানুর রহমানকে ২ লাখ, দেবহাটা, সাতক্ষীরার সোহান ফিস আড়তের মালিক আরিজুল রহমানকে ২ লাখ, দেবহাটা, সাতক্ষীরার কাদের ফিসের মালিক আব্দুস সালামকে ১ লাখ, দেবহাটা, সাতক্ষীরার বন্ধু ফিসের মালিক আজিজুল ইসলামকে ২ লাখ, পশ্চিম রামপুরা, ঢাকার সালাউদ্দিন ফিস আড়তের মালিক সুমন দাসকে ২ লাখ, কালিয়া, নড়াইলের শিমুল ফিসের মালিক মো. রওশনকে ২ লাখ এবং মানিকগঞ্জ, ঢাকার মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক হেলাল শিকদারকে ২ লাখ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সর্বমোট ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে ৫১২ কেজি জেলি মিংশ্রিত চিংড়ি মাছ, ৬৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে।