বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীকে হত্যার পর ২১ বছর পলাতক, অবশেষে র‍্যাবের হাতে ধরা

  • প্রতি‌নি‌ধি, ব‌রিশাল   
  • ৪ মার্চ, ২০২৩ ১০:২৮

২০০১ সালের ১৯ মার্চ আলী উদ্দিন বাঘার সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের ৬-৭ মাস পরে পারিবারিক কলহের কারণে এলোপাতারি পেটে লাথি ও কিলঘুষি মেরে স্ত্রী হেলেনাকে হত্যা করে আলী উদ্দিন বাঘা।

স্ত্রীকে হত্যার পর ২১ বছর ছদ্মবেশে বিভিন্ন স্থানে পালিয়ে থেকে অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে শুক্রবার র‌্যাব-৮ এর সদস্যরা গ্রেপ্তার করে।

৪৩ বছর বয়সী গ্রেপ্তার আলী উদ্দিন বাঘা বরিশালের হিজলা উপজেলার লেমুয়া এলাকার মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে।

র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আলী উদ্দিন বাঘা বরিশালের হিজলার বাসিন্দা হলেও সে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দ্রকপুরে সর্বশেষ আত্মগোপনে ছিল।

২০০১ সালের ১৯ মার্চ আলী উদ্দিন বাঘার সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের ৬-৭ মাস পরে পারিবারিক কলহের কারণে এলোপাতারি পেটে লাথি ও কিলঘুষি মেরে স্ত্রী হেলেনাকে হত্যা করে আলী উদ্দিন বাঘা।

এ ঘটনায় ২০০২ সালে হেলেনার বাবা একটি হত্যামামলা করেন। আর সেই থেকে দীর্ঘ ২১ বছর স্ত্রী হত‌্যাকারী আলী উদ্দিন বাঘা বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।

মামলায় আদালত বাঘাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জানিয়েছেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি র‌্যাব-৮, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামি বাঘার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বরিশাল জেলার হিজলা থানায় হস্তান্তর করে।

এ বিভাগের আরো খবর