ফরিদপুর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মুজিব সড়কের গোয়ালচামট শ্রীঅঙ্গনের সামনের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজন ২০ বছর বয়সী ইনজামুল। তার বাড়ি মাচ্চর ইউনিয়নের বৈঠাখালি গ্রামে। অন্যজনের পরিচয় এখন যানা জায়নি।
ইনজামুল একটি আলফা ইন্সুইরেন্স কোম্পানিতে পিয়ন পদে চাকরি করতেন বলে জানান তার সহকর্মী ইকবাল শরফি।
নিহত ইনজামুলের বাবা এলাহী শেখ বলেন, ইনজামুল কয়েকদিন ধরেই মোটরসাইকেল কিনে দিতে বায়না করছিল। আজ ওর ছুটির দিনে দুপুরে বাড়ি থেকে বের হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাস বাড়ৈ বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুরের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর জানান, পুলিশ নিহতদের বিস্তাারিত নাম পরিচয় জানার চেষ্টা করছে। একই সঙ্গে ট্রাক চালকের সন্ধান ও আইনি পদক্ষেপ গ্রহণে কাজ চলছে।