বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্বকীর হত্যাকারীরা শীতলক্ষ্যাকে লাশের নদী বানাচ্ছে: আনু মুহাম্মদ

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ৩ মার্চ, ২০২৩ ২১:৪১

আনু মুহাম্মদ বলেন, দেশের পুলিশ, র‍্যাবসহ সব প্রতিষ্ঠানগুলোকে দুমড়ে-মুচড়ে ফেলা হচ্ছে। যদি এগুলো ঠিক থাকত তাহলে আমরা ত্বকী হত্যার বিচার দেখতাম।

ত্বকীর হত্যাকারীরা নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীকে লাশের নদী বানাচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, দেশের পুলিশ, র‍্যাবসহ সব প্রতিষ্ঠানগুলোকে দুমড়ে-মুচড়ে ফেলা হচ্ছে। যদি এগুলো ঠিক থাকত তাহলে আমরা ত্বকী হত্যার বিচার দেখতাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, সরকারের ক্ষমতাসীন লোকেরাই সন্ত্রাস তৈরি করছে। এরা সারা দেশে বহু হত্যাকাণ্ড ঘটাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে নির্যাতনের কারখানা তৈরি করছে। দেশের তরুণ-তরুণীরা এখন ভয়াবহ বিপদে আছে।

সমাবেশে মানবাধিকার কর্মী খুশি কবির, ত্বকী হত্যার বিচার করা মানে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন ১০ বছর ধরে চলছে আমরা সে আন্দোলনে আছি, থাকব।

সমাবেশে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার আজমেরী ওসমানের দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জানিয়েছেন- ত্বকীকে আজমেরী ওসমানের নেতৃত্বে কীভাবে হত্যা করা হয়েছে, কারা কারা এর সঙ্গে জড়িত। কিন্তু আজ পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা পড়েনি।

তিনি বলেন, ত্বকীকে অপহরণ করার পর শামীম ওসমানের এক ক্যাডারের অফিসে নিয়ে যাওয়া হয়। ত্বকীকে হত্যাকাণ্ডে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানও জড়িত। আমরা এ হত্যার বিচার চাই। যতদিন হত্যার বিচার হবে না, ততদিন আন্দোলন চলবে।

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েন্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ত্বকী হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এ বিভাগের আরো খবর