বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩৭ বছর আগে জার্মানিতে হারানো বন্ধুকে খুঁজতে মহিরুদ্দিনের বিজ্ঞাপন

  •    
  • ৩ মার্চ, ২০২৩ ২০:৫৮

একটি দৈনিকে ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে বিজ্ঞাপন দিয়েছেন দেশে এসে নড়াইলে অবস্থান করা মহিরুদ্দিন। ওই বিজ্ঞাপনেও ফুটে উঠেছে বন্ধুকে দেখতে তার আকুলতার কথা।

প্রায় ৩৭ বছর আগে জার্মানির ডর্টমাউন্ড শহরে পরিচয় হওয়া রশিদ নামের এক ব্যক্তিকে খুঁজছেন জার্মানপ্রবাসী মহিরুদ্দিন। সম্প্রতি দেশে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার রাতে নিউজবাংলাকে মহিরুদ্দিনের বন্ধু হারুনকে খোঁজ পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার কথা নিশ্চিত করেছেন গোপালগঞ্জের শিক্ষক ওমর ফারুক। তিনিই মহিরুদ্দিনের পক্ষে বিজ্ঞাপন দেন।

১৯৮৬ বা ৮৭ সালের দিকে যখন হারুন রশিদ নামের ওই ব্যক্তির সঙ্গে মহিরুদ্দিনের পরিচয় হয় তখন তাদের বয়স ২৫ কিংবা ২৬ বছর হবে বলে জানান ওমর ফারুক। আর তাদের বয়স এখন প্রায় ৬২ বছর। মহিরুদ্দিন এখন পরিবার নিয়ে জার্মাানিতেই থাকেন।

ওমর ফারুক বলেন, ‘তারা বন্ধু ছিলেন। অনেক দিন খোঁজ নেই হারুনের। তার নাম হারুনুর রশিদ বা শেখ রশিদ ছিল। তার কোনো ছবি নেই।’

এদিনই একটি দৈনিকে ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে বিজ্ঞাপন দেন মহিরুদ্দিন। ওই বিজ্ঞাপনে ফুটে উঠেছে বন্ধুকে দেখতে তার আকুলতার কথা। বিজ্ঞাপনটি ফেসবুকে শেয়ার করেছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ রনি।

ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘আমি মহিরুদ্দিন ১৯৮৬/৮৭ সালে জার্মানির ডর্টমাউন্ড শহরে অবস্থানকালে হারুনুর রশিদ/শেখ রশিদ নামে একজন সেখানে ছিল। যথাসম্ভব তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী।

‘ওই সময়ের পর থেকে অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারি নাই। তোমাকে দেখার খুব ইচ্ছে। তাই ফোন নম্বর- ০১৭৩৪৩০৬৭৮৬-তে যোগাযোগ করলে বা কেহ সন্ধান দিলে খুব খুশি হব। সাক্ষাৎপ্রার্থী মহিরুদ্দিন।’

এ বিভাগের আরো খবর