ঢাকার বাতাসের বর্তমান অবস্থা খুবই অস্বাস্থ্যকর। শুক্রবার সন্ধ্যা ৭টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল নবম। তবে ঢাকার চেয়ে কুমিল্লা নগরীর বাতাস আজ বেশি ‘অস্বাস্থ্যকর’। এর স্কোর ১৮৪।
এর আগের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় একিউআই ইন্ডেক্সে কুমিল্লার স্কোর ছিল ১৭৬। একই দিন দুপুর ১২টার দিকে ঢাকার স্কোর ছিল ১৫৪ (১০তম)।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে মোটামুটি স্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। একিউআই ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
সংশ্লিষ্টরা জানায়, শহর ও আশেপাশের এলাকার ঘুরে দেখা গেছে রাত বাড়লেই গোমতী নদীর মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়ার সময় ধুলো ওড়ে। এছাড়াও কুমিল্লা জেলায় বৈধ ও অবৈধ অন্তত ২৫টি ইটভাঁটা রয়েছে। এসবের বেশির ভাগ থেকেই অপরিশোধিত ধোঁয়া নির্গত হচ্ছে ।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বাতাসের দূষণে সব বয়সীরা ক্ষতিগ্রস্ত হয়। তবে শিশু ও বয়স্কদের এতে রোগবালাই বেশি হয়।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, বাতাসের দূষণ স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। এ সমস্যারোধে আমরা নগরীর ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানসহ যেসব ইটভাঁটা পরিবেশ দূষণের জন্য দায়ী তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।