ওসি জানান, ক্যাম্পে দুর্বৃত্তরা রফিককে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উখিয়ার ১৯ নম্বরে ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রফিক।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
ওসি জানান, ক্যাম্পে দুর্বৃত্তরা রফিককে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার হয়েছে।