বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ৩ মার্চ, ২০২৩ ১৬:০১

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাঁচামালবাহী একটি পিকআপ ময়মনসিংহের দিকে আসছিল। পথে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয়ের সামনে আসতেই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকাআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পেছনে কাঁচামালবাহী পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয়ের সামনে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের ৩০ বছর বয়সী আব্দুস সাত্তার ও নেত্রকোণার মদন উপজেলার চাঁনগাও ২৮ বছর বয়সী সাজ্জাদ হোসেন।

সাত্তার ময়মনসিংহ শহরের চরপাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্টিনে ব্যবসা করতেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাঁচামালবাহী একটি পিকআপ ময়মনসিংহের দিকে আসছিল। পথে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয়ের সামনে আসতেই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকাআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ইনচার্জ রিয়াদ।

এ বিভাগের আরো খবর