নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তিম কম্পোজিট ও নিটিং, ডাইং এন্ড ফিনিশিং নামের একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বরপা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারখানার শ্রমিক ও স্থানীয়দের বরাতে তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণের পর নিচ তলার দেয়াল ভেঙে রাস্তার ওপর পড়ে। ওই সময় ৭ তলায় নিটিং, প্রিন্ট, ডাইং এন্ড ফিনিশিং শাখায় আগুন লাগে। শুক্রবার হওয়ায় কারখানায় তেমন শ্রমিক ছিল না, যারা ছিলেন দ্রুত বেড়িয়ে যায়।
পরে খবর পেয়ে ডেমরা স্টেশনের একটি ইউনিট দ্রুত নেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে রাস্তার ওপর পড়ায় ঢাকা সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বিস্ফোরণের পর সাত তলার আগুন ছড়িয়ে পড়ে, তবে তা দ্রুত নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ডেমরা ইউনিট। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নেভানো হয়। বয়লার বিস্ফোরণে থেকে আগুনের সৃষ্টি হলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি।
কারখানার এইচআর এডমিন মাহাবুবুর রহমান জানান, কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। শুক্রবার কারখানা বন্ধ থাকায় ওই শাখায় শ্রমিক ছিলেন না। বিস্ফোরণ ও আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়াল এসে রাস্তায় পড়ায় যানচলাচলে বেঘাত ঘটে। তার উপর স্থানীয়রা মানুষরা গিয়ে ভিড় করায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।